দর্শন দেউড়ীতে SFC রেস্টুরেন্টের উদ্বোধন করলেন আলম খান মুক্তি

 

দর্শন দেউড়ীতে SFC রেস্টুরেন্টের উদ্বোধন করলেন আলম খান মুক্তি

সিলেট নগরীর দর্শন দেউড়ীতে পর্দা উঠেছে SFC রেস্টুরেন্টের। 

শনিবার সন্ধ্যায় ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। 

এসময় যুবলীগ নেতা মুক্তি বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসা-বাণিজ্যের বিকল্প নেই। তরুণরা আজ দেশ ও দশের জন্য হাল ধরছে। দেশের উন্নয়ন-অগ্রগতিতে বর্তমানের সরকারের সাথে ব্যবসায়ীরাও অনেক ভূমিকা রাখছেন।  
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঝঋঈ রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী সারোয়ার নাহিদ, জহিরুল ইসলাম রিপন, আফজাল হোসেন, রুহুল আমিন, এমদাদ হোসেন ইমু, আমিনুল ইসলাম আমিন, রিমু খান, ফাবির আহমেদ, দিলোয়ার আহমদ,  প্রমুখ।


Post a Comment

0 Comments