অ্যামব্রোসের ওপর খেপেছেন গেইল

 

অ্যামব্রোসের ওপর খেপেছেন গেইল

নিজেই নিজেকে বলেন ইউনিভার্স বস। বয়স ৪২ হলেও এখনও ধার আছে তার ব্যাটে। তবে কিছুদিন আগেই গেইলকে নিয়ে মন্তব্য করেছিলেন অ্যামব্রোস।  বলেছিলেন ‘অটোমেটিক চয়েজ’ নন গেইল। তাতে অ্যামব্রোসের ওপর চটে গেছেন গেইল। বলেছেন, অ্যামব্রোসের প্রতি তার কোনো সম্মান নেই।

গেইল হাজির হয়েছিলেন সেইন্ট কিটসের একটি রেডিও প্রোগ্রামে। সেখানে তিনি সাফ জানিয়েছেন, অ্যামব্রোসের প্রতি তার আর কোনো সম্মান নেই। গেইল বলেছেন, ‘আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলতে পারি, আপনি তাকে জানিয়ে দেবেন। ক্রিস গেইল, দ্য ইউনিভার্স বসের কার্টলি অ্যামব্রোসের প্রতি আর কোনো সম্মান নেই। আমি তাকে অনেক সম্মান করতাম যখন প্রথম ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছিলাম। আমি মাত্রই দলে যোগ দেই যখন, তার দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু আমি এখন আমার হৃদয় থেকে বলছি। আমি জানি না কেন, সে অবসরের পর থেকেই আমার বিরুদ্ধে কথা বলে।’

তবে গেইল জানিয়েছেন, সংবাদমাধ্যমে শুধু নেতিবাচক প্রভাবের কারণেই নেতিবাচক কথাই বলে থাকে অ্যামব্রোস। গেইল বলেন, ‘সে সংবাদমাধ্যমের কাছে যে নেতিবাচক কথা বলে। আমি জানি সে আলোচনায় থাকতে করে কি-না, কিন্তু সে মনোযোগে থাকে। তাই আমি তার সম্পর্কে কথা বলে তাকে ওই আলোচনায় থাকা ফিরিয়ে দিলাম, যেটা তার দরকার।’

 
শুধু তাই না, নিজের তৃতীয় বিশ্বকাপের লক্ষ্যেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবে গেইল। দল কেমন খেলছে বা খেলবে সেটা মাঠেই প্রমাণ করবে। তবে নিজের সেরাটা দিয়েই খেলবে বলে মাঠে নামবেন ৪২ বছর বয়সী এই ক্রিকেট দানব। তবে দলে তার পজিশনে আসলেই ভালো খেলছে লুইজ। তাকে পেছনে ফেলে দলে সুযোগ পাওয়াটা কঠিনই হবে গেইলের জন্য। 

 
১৭ অক্টোবর মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ, সরাসরি সুপার টুয়েলভে খেলা ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৩ অক্টোবর। 

Post a Comment

0 Comments