অনেক শক্ত হয়ে ফিরেছি: ধোনি

 

অনেক শক্ত হয়ে ফিরেছি: ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগের আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এবার পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশনে থাকলেও প্রথম কোয়ালিফায়ারেই দিল্লি ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকেট কেটেছে তার দল। এমন প্রত্যাবর্তনের পর ধোনি জানান দিচ্ছেন শক্ত মনোবলের। বলছেন, আগের চেয়ে অনেক শক্ত হয়ে ফিরেছেন।

আইপিএলের ২০২০ সালের আসরে নকআউট পর্বে পা রাখতে পারেনি ধোনির চেন্নাই। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ হয়েছিল তাদের। এবার অনায়াসে ফাইনালে পা রেখেছে তারা। রোববার (১০ অক্টোবর) প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর ধোনি বলেন, 'গতবার আমরা যখন নকআউটে যেতে পারিনি তখন অনেক খারাপ লেগেছে। এই আসরে আমাদের ব্যাটাররা পুরোটা সময় ধরেই ভালো খেলেছে। যে কারণে আমার মনে হচ্ছে গত বছরের তুলনায় অনেক শক্ত হয়ে কামব্যাক করেছি। এর পেছনে সাপোর্ট স্টাফসহ দলের প্রত্যেকের অবদান রয়েছে।' রোববার শেষ দিকে ধোনির ব্যাটেই জয় দেখেছে চেন্নাই। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে চেন্নাইকে ১৭৩ রানের টার্গেট দেয় দিল্লি। জবাবে ৬ উইকেট হারিয়ে ২ বল নবাকি থাকতেই জয়ের স্বাদ পায় এম এস ধোনির দলও। শেষ দিকে বিপদের সময় চেন্নাই অধিনায়ক মাত্র ৬ বলে খেলেন ১৮ রানের ইনিংস। অল্প সময় ক্রিজে থেকে ৩টি চার ও একটি ছয় হাঁকান তিনি।

চেন্নাইয়ের বাকিদের মধ্যে রুতুরাজ গাইকওয়াদ ৫০ বলে ৭০, রবিন উথাপা ৪৪ বলে ৬৩ ও মঈন আলী ১৬ রান করেন। দিল্লির হয়ে তিনটি উইকেট নেন টম কুরান। একটি করে উইকেট নেন এনরিচ নর্কিয়া ও আভেস খান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পৃথ্বি শর ৬০, রিশাভ পন্তের ৫১, শিমরন হ্যাটমায়ারের ৩৭ রানে ভর করে ১৭২ রান করে দিল্লি। চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট পান জস হ্যাজেলউড। একটি করে উইকেট নেন রবিন্দ্র জাদেজা, মঈন আলী ও ডোয়াইন ব্রাভো।

Post a Comment

0 Comments