প্রধানমন্ত্রীর সফর নিয়ে খালেদার সাবেক এপিএসের গুজব, আইনি নোটিশ

 

সরকার জারিফ
২ মিনিটে পড়ুন

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য এডভোকেট আয়াত আলী পাটওয়ারীর পক্ষে বুধবার (২২ সেপ্টেম্বর) এই নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওমর ফারুক (আসিফ)।


তার বিরুদ্ধে অভিযোগ, গত (৯ সেপ্টেম্বর) তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি (Mohammad Shamsul Alam) থেকে একটি স্ট্যাটাস দেন।  ওই স্ট্যাটাসে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে কুরুচিকর, মিথ্যা বানোয়াট কথা লেখেন যা বহির্বিশ্বে বাংলাদেশ রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

নোটিশে আরও বলা হয়, এই বক্তব্যে গোটা বাংলাদেশের মানুষ আপনার উপর ক্ষিপ্ত ও বিক্ষুব্ধ। এই স্ট্যাটাস গোটা বাংলাদেশের মানুষের জন্য অবমাননাকর। রাষ্ট্রবিরোধী এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে আঘাত করেছে।

সামছুল আলমের স্ট্যাটাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়েও শিষ্ঠাচার বহির্ভূত চরম অসত্য, ঘৃণ্য, মানহানিকর, জঘন্য মিথ্যাচার করা হয়েছে বলেও এই লিগ্যাল নোটিশে বলা হয়।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়, এমন মিথ্যাচারে ভরা স্ট্যাটাস ফেসবুক আইডিতে আপলোড করায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ধারাসমূহের অপরাধ ও অন্যান্য ফৌজদারী আইনের অপরাধ সংগঠিত হয়েছে।

Post a Comment

0 Comments